কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক কে এই হাসান আল মামুন?


ঢাবি টাইমস | Published: 2018-04-14 04:25:40 BdST | Updated: 2024-05-21 03:24:02 BdST

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। পড়াশুনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে। বর্তমানে মাস্টার্সের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভলিবল দলের অধিনায়ক এবং হাজী মুহম্মদ মুহসিন হল ফুটবল ও ভলিবল দলের অধিনায়ক।  তার বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন ফুটবল দলেরও অধিনায়ক এই হাসান আল মামুন।

তার নেতৃত্বেই সংঘটিত হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন। যা ১৭ ফেব্রুয়ারি ১৮ সাল থেকে শুরু হয়।  তার সাথে ছিলেন এমবিএ-এর রাশেদ খান ও ডিজেস্টার ম্যানেজমেন্টের ফারুক হাসান, নুরুল্লাহসহ একাধিক তেজস্বী শিক্ষার্থী।  

হাসান আল মামুন 

হাসান আল মামুনের বাবা একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি ১৯৬৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের একটা ইউনিটের সভাপতি ছিলেন। ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তখন বাংলাদেশ ছাত্রলীগের ওই এলাকার যারা ভারতে গিয়েছিলেন প্রশিক্ষণ নিতে তারা সকলেই মামুনের বাবার স্বাক্ষর করা পেড নিয়ে গিয়েছিলেন।

তার বাবা মুজিব বাহিনীর সদস্য ছিলেন, যুদ্ধ করেছেন দেশের জন্য কিন্তু সনদ নেননি। সারা জীবন জাতির পিতার আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, জানিয়েছেন হাসান আল মামুন। 

তিনি বলেন, ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, অন্যায় কিছু করিনি। সুতরাং সমস্যা তৈরি করবেন না।

হাসান আল মামুন বর্তমানে মুহসিন হল ছাত্রলীগের একজন প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট।

বিদিবিএস