রাবিতে ভর্তিচ্ছুদের থেকে টাকা আদায়ের ঘটনায় বিচারকের মামলা


টাইমস ডেস্ক | Published: 2017-10-23 16:49:14 BdST | Updated: 2024-05-20 05:24:50 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে মেস-মালিকদের অর্থ আদায়ের ঘটনায় মামলা করেছেন একজন বিচারক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহিদুল ইসলাম গত শনিবার নগরের মতিহার থানায় একটি এজাহার করে এই আদেশ দেন।

এজহারে বলা হয়, আদালতের কাছে মনে হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মেস-মালিকেরা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে ১শ' টাকা বা তার বেশি হারে চাঁদা দাবি করেছেন। এটি দণ্ড বিধির ৩৮৫ ধারা (চাঁদাবাজি) অনুযায়ী একটি আমলযোগ্য অপরাধ। ঐতিহ্যগতভাবে যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা আশপাশের মেসে থাকেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া নীতি-নৈতিকতা ও আইনপরিপন্থী। মেস মালিক সমিতির মাধ্যমে এই টাকা নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় আদালত মনে করেন, সমিতির সভাপতি ও সেক্রেটারি দণ্ডবিধির ৩৮৫ ধারা অনুযায়ী অপরাধের সঙ্গে যুক্ত। সমিতি ও সংশ্লিষ্ট থানার মাধ্যমে এই ধরনের আইনবহির্ভূত কাজ প্রতিহত করা দরকার। একই সাথে এজহারে এই অপরাধের সঙ্গে জড়িতদের তদন্ত করে খুঁজে বের করতে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মতিহার থানার ওসি আগামী ৫ নভেম্বর প্রতিবেদন জমার দিন ধার্য করেছেন আদালত।

মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, 'এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।'

কেঅাই/ ২৩ অক্টোবর ২০১৭