কলেজছাত্র হত্যায় তিন জনের ফাঁসির রায়


টাইমস প্রতিবেদক | Published: 2017-11-01 21:00:42 BdST | Updated: 2024-05-20 04:59:13 BdST

কালীগঞ্জ শ্রমিক কলেজের এক ছাত্রকে হত্যায় তিনজনকে ফাঁসির রায় দিয়েছে গাজীপুরের একটি আদালত। বুধবার (০১ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- কালীগঞ্জের মুনসেফপুর গ্রামের চান মিয়ার ছেলে সোহেল (৩৫), মিন্নত আলী দেওয়ান ওরফে মিনার ছেলে আলামিন (৩৭) ও কফিল শেখের ছেলে জাকির (৩৭)।

গাজীপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আতাউর রহমান বলেন, প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ২০০২ সালের ৭ অক্টোবর ওই তিন যুবক কলেজছাত্র আলমগীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের বাবা তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

১৫ বছর আগের এ ঘটনায় বুধবার আদালত আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করে। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

এমএস/ ০১ নভেম্বর ২০১৭