প্রশাসনিক ভবনে ভাঙচুরের ঘটনায় চবি প্রশাসনের মামলা


চবি টাইমস | Published: 2017-11-09 17:07:16 BdST | Updated: 2024-05-20 07:15:28 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনে ভাঙচুর ও সম্পদহানির ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ২০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়ে তিনি বলেন, ভাঙচুর ও বিশ্ববিদ্যালয়ের সম্পদহানি করায় ২০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়েছে। এ ঘটনায় আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সেটা আমরা আমলে নিয়েছি।

উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের সহযোগী অধ্যাপক আমীর উদ্দিনের অপসারণের দাবিতে ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপুর দেয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়ে ব্যাপক ভাঙচুর তাণ্ডব চালায় তার ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ অংশটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

এ সময় উপাচার্যের কার্যালয়ের দুটি জানালার কাঁচ, ৫টি ফুলের টব, রেজিস্ট্রার কার্যালয়ের জানালার কাঁচ, ১০টি ফুলের টব, প্রশাসনিক ভবনের নিচে থাকা দুটি প্রাইভেট কার, তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আরএম/ ০৯ নভেম্বর ২০১৭