বিডিআর হত্যা মামলায় ১৩৯ জনের ফাঁসির আদেশ


টাইমস প্রতিবেদক | Published: 2017-11-28 00:00:00 BdST | Updated: 2024-05-20 07:23:04 BdST

বিডিআর হত্যা মামলায় রায় ঘোষণা করেছে হাইকোর্ট। বিডিআর হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা চলছে। এর মধ্যে ১৫২ জনের মধ্যে ১৩৯ জনের ফাঁসির আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল। ২৫৬ জনের মধ্যে ১৮২ জনের ১০ বছরের কারাদণ্ড সহ ১৯৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখা হয়েছে।

এর আগে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মামলার হাইকোর্টের রায় পড়া শেষ হয় । সোমবার সকাল ১০টা ৫৫মিনিটে পর্যবেক্ষণ পড়েন আরেক বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। মূল রায় ঘোষণা করছেন বিচারপতি শওকত হোসেন।

পর্যবেক্ষণে দুই বিচারপতি সুশৃঙ্খল বাহিনীর জন্য সাত দফা সুপারিশ তুলে ধরেন। একই সঙ্গে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ঘটতে পারে এমন তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণ অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়। এছাড়া বিজিবির সব ধরণের সমস্যা সমাধানেরও নির্দেশ দেয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হবে রায়ে। ২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। পরে এই ঘটনায় লালবাগ থানার সে সময়কার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা বাদী হয়ে হত্যা মামলা করেন।

টিআই/ ২৭ নভেম্বর ২০১৭