প্রেমিককে ছুরিকাঘাত করা ইডেনছাত্রীর জামিন নামঞ্জুর


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-22 22:45:00 BdST | Updated: 2024-05-20 05:24:46 BdST

রাজধানীর শাহবাগে সাবেক প্রেমিককে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের মামলায় ইডেন কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈদ উদ্দিন সিদ্দিকী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এদিন লাভলীর আইনজীবী নজরুল ইসলাম সরদার তার পক্ষে জামিন শুনানি করেন। জামিন শুনানিতে তিনি বলেন, আলামিন দুই বছর ধরে লাভলীকে মোবাইল ফোনে উত্যক্ত করতেন। তিনি ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী। উত্যক্তের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

অপরদিকে আলামিনের আইনজীবী লাভলীর জামিন আবেদন নামঞ্জুর করার আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত লাভলীর জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ১৭ জানুয়ারি বিকেলে বুয়েট ক্যাম্পাসের সামনে রাস্তায় প্রেমিক আল আমিনের সঙ্গে লাভলী ইয়াসমিন মিতার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভ্যানিটি ব্যাগ থেকে চাকু বের করে প্রেমিকের পিঠে আঘাত করেন মিতা। এতে গুরুতর আহত হলে আশপাশের লোকজন আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে স্থানীয়রা ছুরিসহ লাভলীকে ধরে পুলিশে সোপর্দ করেন। ওই ঘটনায় আল আমিনের ছোট ভাই মো. আওলাদ হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ মামলা করেন।

এইচএম/ ২২ জানুয়ারি ২০১৮