‘জবি শিক্ষকের বরখাস্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না’


জবি টাইমস | Published: 2018-01-31 16:54:04 BdST | Updated: 2024-05-20 07:22:54 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে বরখাস্ত করার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন তার জ্যেষ্ঠতা ও বকেয়া সকল বেতনাদি সুবিধাসহ স্বপদে বহাল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

মীর মোশারেফ হোসেনের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ড. শাহদীন মালিক এবং আইনজীবী এম মঞ্জুর আলম। এদিন, রিটকারীর পক্ষে আদালতে বলা হয় যে, তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির তদন্ত রিপোর্টের কোনো কপি রিটকারীকে সরবরাহ না করে অর্থাৎ রিটকারীর বিরুদ্ধে আনীত অভিযোগের সাক্ষ্য প্রমাণ সম্পর্কে তাকে পূর্ণাঙ্গভাবে অবহিত না করেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা বেআইনী ও অবৈধ।

এসএস/ ৩১ জানুয়ারি ২০১৮