মডেল কো অর্ডিনেটর বিডি মিজুকে ফেসবুকে হেনস্থার অভিযোগ


টাইমস প্রতিবেদক | Published: 2018-04-13 18:33:18 BdST | Updated: 2024-05-20 17:41:48 BdST

মডেল কো অর্ডিনেটর বিডি মিজুকে সামাজিক যোগাযাগ মাধ্যমে মানহানিকর স্ট্যাটাস ও হুমকি দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে রানা নামের নাট্য নির্মাতা পরিচয় দেয়া এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রমনা থানায় সাধারন ডায়েরি করেছেন বিডি মিজু। মঙ্গলবার ১০ এপ্রিল করা জিডি নং. ৬৯৭।

এ বিষয়ে বিডি মিজু বলেন, রানা নামের ‍“স্বঘোষিত” নির্মাতা রাত বিরাতে ফোন দিয়ে আমাকে উত্যক্ত করে। মধ্যরাতে ফোন দিয়ে মডেল চায় আর আজেবাজে কথা বলে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপুর্ন স্ট্যাটাস দিয়েছে। বিষয়টি আমার শুভাকাঙ্খিরা দেখেছে। কুরুচিপুর্ন স্ট্যাটাস ও কমেন্টসের কারণে সামাজিকভাবে আমি ক্ষতিগ্রস্থ হয়েছি। বিষয়টি আমাকে বিব্রত করেছে ও বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখিন করেছে। এতে করে আমার চরম মানহানি ঘটেছে। সামাজিকভাবে আমার মর্যাদা ও সম্মান ক্ষুন্ন হয়েছে।

বিডি মিজু
রানা

 

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর স্ট্যাটাস দেয়ার পাশাপাশি আমাকে নানা ধরনের হুমকিও দিচ্ছে রানা। যার কারণে বাধ্য হয়ে আমি আইনের দ্বারস্থ হয়েছি। সাধারন ডায়েরির পর সাইবার ক্রাইম আইনে আমি মামলা করারও প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি সাইবার ক্রাইমজনিত অপরাধ। এ বিষয়ে খুব শিঘ্রই ব্যবস্থা নেয়া হবে। তবে ভিকটিম দ্রুত আইনী পদক্ষেপের জন্য গোয়েন্দা সংস্থার সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা নিতে পারেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রানার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

টিআই/ ১৩ এপ্রিল ২০১৮