পদত্যাগ করুন, নইলে লাগাতার মানববন্ধন


এনটিভি অনলাইন | Published: 2017-08-24 05:43:13 BdST | Updated: 2024-05-06 05:15:58 BdST

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। নইলে লাখো যুবক লাগাতার মানববন্ধন করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান যুবলীগের চেয়ারম্যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ উত্তর শাখা ওই আলোচনাসভার আয়োজন করে। যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, আজ প্রধান বিচারপতির ভূমিকা অত্যন্ত দুঃখজনক। আপনি ষোড়শ সংশোধনী নিয়ে যে খেলা খেলছেন এর মূল্য আপনাকেই দিতে হবে। আপনি পাকিস্তানের উদাহরণ টানবেন না, এটা বাংলাদেশ। এ দেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। তাই পাকিস্তানের আইন বালিশের নিচে রেখে দিন। ষোড়শ সংশোধনী বাতিলের জন্য দেশে যদি কোনো পরিস্থিতি তৈরি হয় এর দায়দায়িত্ব আপনাকেই নিতে হবে।

আলোচনা সভায় প্রধান বিচারপতির উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ষোড়শ সংশোধনী বিলকে আজ আপনি বিতর্কিত করে তুলেছেন। জাতীয় সংসদ সদস্যদের নিয়েও আপনি মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেননি। বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্ম যেন জানতে না পারে আপনি সেই পথে হাঁটছেন কুচক্রী একটি মহলকে সঙ্গে করে।

যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, বছর ঘুরে আগস্ট মাস এলেই মনটা আতঙ্কিত হয়। ১৫ আগস্ট, ১৭ আগস্ট, ২১ আগস্ট আবার ২০১৭ সালের ১৫ আগস্ট, ষোড়শ সংশোধনীর রায় একই সূত্রে গাঁথা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও যুগ্ম সম্পাদক তাসভীরুল হক অনুর যৌথ পরিচালনায় বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার মাসুদ, সম্পাদকমণ্ডলীর সদস্য মুহা. বদিউল আলম, আসাদুল হক আসাদ, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, যুবলীগ উত্তরের সহসভাপতি কাজী জহিরুল ইসলাম মানিক, মো. জাফর ইকবাল, মো. জলিলুর রহমান, মো. মহিবুর রহমান, সাব্বির আলম লিটু, ইঞ্জিনিয়ার জাহান এম এ রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য হারুনুর রশিদ, শাহাদাত হোসেন সেলিম, এএইচএম কামরুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মোরসালিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ।

 

এমএসএল