জাককানইবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে দুইজন গ্রেফতার


সরকার আব্দুল্লাহ তুহিন | Published: 2017-11-22 02:20:58 BdST | Updated: 2024-05-20 23:10:11 BdST

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) মোট তিন শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন একজনের বিপরীতে অন্য জনের পরীক্ষায় অংশগ্রহণের দায়ে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর।

জালিয়াতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহিদুল কবীর বলেন, বি ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ৩০৪ নম্বর রুমে ০৯৮৭৮ রোলের পরীক্ষার্থী ছিলেন সুদিপ্ত বর্মণ। তার প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আব্দুল জব্বার। পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষকগণ তার ছবি দেখে সন্দেহ হলে তাকে আটক করে, পরে তার মাধ্যমে এ জালিয়াতির চক্রের সদস্য অমিত হাসান রিপনকেও আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে ১৩০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ১০ হাজার ৮১৫টি। এদিকে, উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনে ইতোমধ্যে অনুষ্ঠিত এ ইউনিটের ‘এএল’ ও ‘এএপি’ অংশের পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)-তে পাওয়া যাবে।

আইএইচ/ ২১ নভেম্বর ২০১৭