অদম্য ঢাবি শিক্ষার্থীদের গল্প


টাইমস অনলাইনঃ | Published: 2019-01-31 07:54:28 BdST | Updated: 2024-05-18 20:18:55 BdST

তুমুল বৃষ্টি। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থইথই পানি। সব শিক্ষার্থী বিকল্প রাস্তা দিয়ে কলা ভবনে ঢুকছে, কিন্তু আয়েশা খাতুনের সে জো নেই। সে হাঁটু পানি মাড়িয়ে, জামা-কাপড় ভিজিয়ে, তার চিরচেনা পথে কলা ভবনে প্রবেশ করছে। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

জীবনের প্রতিটি দিন শত-শত যুদ্ধ করে তারা প্রাচ্যের অক্সর্ফোডে পড়ার সুযোগ পেয়েছেন। স্বপ্ন দেখছেন একটি ভালো জীবনের। কিন্তু কীসের কী! আশায় গুড়েবালি। বিশ্ববিদ্যালয়েও যুদ্ধ করেই তাদেরকে প্রত্যেকটি দিনকে জয় করতে হচ্ছে। বিশ্ববিদ্যালযের আয়শা খাতুনের মতো শত-শত প্রতিবন্ধী শিক্ষার্থীে সমস্যার যেন অন্তই নেই।

আয়শা খাতুনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রতিবন্ধী শিক্ষার্থী চিবল সাংমা। দুই পা না থাকা চিবল সাংমা বলেন, ”ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড বিল্ডিংয়ে কোনো ধরনের লিফট নেই। ফলে আমার দুই বা তিন তলায় কাজ থাকলে, আমি নিজে গিয়ে করতে পারি না”। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারেও তাদের জন্য একটি লিফট প্রয়োজন বলে জানালেন চিবল সাংমা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী ও পা বিকলাঙ্গ এই দুই ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে ’দৃষ্টি প্রতিবন্ধী রিসোর্স সেন্টার’। এখানকার পরিচালক মো. সারোয়ার হোসেন খান জানালেন, সেন্টারটিতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বই রয়েছে। ফলে বিভিন্ন বিষয়ের সহায়ক বই তারা এখানে পেয়ে থাকে। এছাড়া এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের কম্পিউটার সেবা প্রদান করা হয়। এছাড়াও রয়েছে রেকর্ডার, সিডি ক্যাসেট যার মাধ্যমে রেকর্ড করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়তে পারেন। এছাড়াও এখান থেকে তাদের ব্রেইল পেপার সরবরাহ করা হয়।

তবে এই রিসোর্স সেন্টারটিতে পর্যাপ্ত পরিমাণ ব্রেইল বই নেই বলে অভিযোগ করেন এখানকার একজন শিক্ষার্থী জয়নব খাতুন। অপরদিকে, সারোয়ার খান জানালেন, বইগুলো ব্যয়বহুল হওয়াতে তাদের সংগ্রহ কিছুটা কম।

প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনেক সংগ্রাম, অনেক প্রতিবন্ধকতা পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তাদের সর্বোচ্চ সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাজেট বাড়ানো।

শারীরিক প্রতিবন্ধীদের ব্যান্ড ক্ষ্যাপা। এদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (Video)

@DUMCJ