বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন


টাইমস ডেস্ক | Published: 2018-01-05 19:37:18 BdST | Updated: 2024-05-18 01:05:47 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা উত্তম সরকারকে সভাপতি ও ছাত্রদলের পরিবেশ ও জলবায়ূ বিষয়ক সম্পাদক স্বপন মন্ডলকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন এবং নেতৃত্ব বিকাশের জন্য দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই সংগঠনের সকল সদস্য কাজ করে যাচ্ছে।

এই লক্ষ্যে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় আহবায়ক কমিটির অধিকাংশ সম্মানিত সদস্যদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব কল্যাণ ফ্রন্টের ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সিনিয়র সহ-সভাপতি ঃ বিজন মজুমদার (ব্যাংক কর্মকর্তা)
২. সহ-সভাপতি ঃ এডঃ ডন ক্লারেঞ্জ হাওলাদার (তেজগাঁও থানা বিএনপি)
৩. সহ-সভাপতি ঃ বিশ্বজিৎ বড়ুয়া (কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়)
৪. সহ-সভাপতি ঃ মিল্টন দাস চন্দন ( সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি)
৫. সহ-সভাপতি ঃ নির্মল বিট (যশোর জেলা স্বেচ্ছাসেবক দল)
৬. সহ-সভাপতি ঃ সবুজ রায় (সাবেক জাসাস নেতা)
৭. সহ-সভাপতি ঃ অলোক বসু (সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি)
৮. সহ-সভাপতি ঃ শোভন মজুমদার (ইঞ্জিনিয়ার)
৯. সহ-সভাপতি ঃ নিউটন সরকার (ছাত্রদল, বেসরকারী বিশ্ববিদ্যালয়)
১০. সহ-সভাপতি ঃ শাওন ঠাকুর (যুবদল, জামালপুর জেলা)
১১. সহ-সভাপতি ঃ সমীর চক্রবর্তী (ছাত্রদল, নরসিংদী জেলা)
১২. সহ-সভাপতি ঃ নয়ন হাজং রনি (জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দল)

১. সিনিঃ সহ-সাধারন সম্পাদক ঃ সুজন কুমার ঘোষ (ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিন)
২. সহ-সাধারন সম্পাদক ঃ রঞ্জন মল্লিক (ছাত্রদল, গোপালগঞ্জ জেলা)
৩. সহ-সাধারন সম্পাদক ঃ মিঠুন বালা (ছাত্রদল, ঢাকা কলেজ)
৪. সহ-সাধারন সম্পাদক ঃ তরুন কুমার বিশ্বাস (ছাত্রদল, বেসরকারী বিশ্ববিদ্যালয়)
৫. সহ-সাধারন সম্পাদক ঃ নির্ঝর রায় (ছাত্রদল, সিলেট মহানগর)
৬. সহ-সাধারন সম্পাদক ঃ সুশান্ত কুমার (ছাত্রদল, ঢাকা জেলা)
৭. সহ-সাধারন সম্পাদক ঃ মিহির বিশ্বাস (ছাত্রদল, কবি নজরুল কলেজ)
৮. সহ-সাধারন সম্পাদক ঃ পার্থ দেব (ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম)
৯. সহ-সাধারন সম্পাদক ঃ এ্যাড. হিমেল সরকার (রাজশাহী)

সাংগঠনিক সম্পাদক ঃ প্রিন্স মন্ডল (ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ)
১. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ মৃণাল চন্দ্র রায় সুজন (ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়)
২. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ গোপাল সরকার প্রদীপ (ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ)
৩. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ সুজন বাজপেয়ী (ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
৪. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ অসীম নিলয় সরকার (যুগ্ম সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদল)
৫. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ রেশংগ চিরাং (ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব)
৬. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ সনি ডি কষ্টা (সাভার পূর্ব কমিটি)
৭. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ ঝলক সরকার রতন (ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ)
৮. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ বাবু চন্দ্র গোয়ালা (ছাত্রদল, জামালপুর জেলা)
৯. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ শিপলু চন্দ্র চন্দ (ছাত্রদল, শেরপুর জেলা)
১০. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ কৃষ্ণ ঘোষ (ছাত্রদল, সিলেট জেলা)
১১. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ শুকদেব মল্লিক (বরিশাল জেলা, শিক্ষকতা)
১২. সহ-সাংগঠনিক সম্পাদক ঃ জয় ম-ল (ছাত্রদল বেসরকারি বিশ^বিদ্যালয়)

দপ্তর সম্পাদক ঃ অনুপ কুমার হাজং ( যুগ্ম সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদল)
সহ-দপ্তর ঃ পশান কুমার সাহা (ছাত্রদল, বেসরকারী বিশ্ববিদ্যালয়)
প্রচার সম্পাদক ঃ সিয়াম জয়ধর হিরু (ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব)
সহ-প্রচার সম্পাদক ঃ অনুপ রায় (ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর)
অর্থ সম্পাদক ঃ সুদেপ রায় (ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব)
সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ঃ প্রদীপ অধিকারী সুক (সহ ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদল)
আইন বিষয়ক সম্পাদক ঃ এ্যাড দিপ্ত মল্লিক
ধর্ম বিষয়ক সম্পাদক ঃ উদয় রোজারিও (সহ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদল)
সহ-ধর্ম সম্পাদক ঃ দুলাল মন্ডল (ছাত্রদল, মুকসেদপুর থানা)

সদস্য ঃ
১. সুবীর সাহা (সাবেক ছাত্রনেতা, জগন্নাথ হল)
১. সঞ্জয় রায় (ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম)
২. সজিব হাজং (ছাত্রদল, বেসরকারী বিশ্ববিদ্যালয়)
৩. অমিত রায় (বরিশাল জেলা ছাত্রদল)
৪. অচিন্ত বেপারী (ছাত্রদল, বরিশাল জেলা)
৫. পলাশ রায়
৬. উত্তম সূত্রধর

এইচজে/ ০৫ জানুয়ারি ২০১৮