যেসব কারনে সমাবর্তনে অংশ নেয়া উচিৎ


টাইমস অনলাইনঃ | Published: 2018-08-31 20:17:47 BdST | Updated: 2024-05-20 21:01:06 BdST

১। সমাবর্তন দিবস হলো যেদিন আপনার শিক্ষা জীবনকে আপনার প্রতিবেশীরা ও বিশ্ববিদ্যালয় অফিসিয়াল স্বীকৃতি দেয়।

২। এদিন আনুষ্ঠানিকভাবে আপনার জীবনে উন্নয়নের পথকে প্রসারিত করার সুযোগকে উন্মুক্ত করে দেয়া হয়।

৩। সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেয়ার মাধ্যমে আপনি হবেন ইতিহাস-ঐতিহ্যের অংশ।

৪। এদিনটি আপনার জীবনের জন্য মাইলফলকে পৌঁছানোর দিন এবং তাই সবাই সমাবর্তনে অংশ নিতে আপনাকে উৎসাহিত ক। 

৫।  এ দিনের মাধ্যমে আপনার বিশ্ববিদ্যালয় সহপাঠীদের সাথে সম্পর্ক আগের চেয়ে উন্নত হয় এবং বৃদ্ধি পায়।  

৬। আপনার ৫/৬ বছরের কষ্টের দিনের শেষ দিন হলো সমাবর্তন দিবস। তাই উদযাপনে ঘাটতি রাখতে নাই। 

৭। এটা স্কুল বা কলেজ জীবন নয় বিশ্ববিদ্যালয় জীবন। সুতরাং এত্ত বড় অনুষ্ঠান হবে, গুণীজনেরা আসবে আর আপনি সেই অনুষ্ঠানে থাকবেন না তা কী করে হয়?

৮। এটি এমন একটি দিন যা আপনি আজীবন স্মরণ করতে পারবেন। 

৯। আপনার পিতা-মাতা এবং ভাই-বোনেরা আপনাকে সমাবর্তন ড্রেসে দেখলে খুশী হবেন এবং এটা তাদের অচিন্তনীয় প্রত্যাশা। 

১০। পৃথিবীর সকল গ্র্যাজুয়েটদের সাথে তাল মিলিয়ে আপনিও পড়তে পারবেন গ্র্যাজুয়েট গাউন। সমাবর্তনে অংশ না নিলে কি তা আর সম্ভব? 

বিদিবিএস