সৃজনশীল তৌফিক


টাইমস অনলাইনঃ | Published: 2017-12-16 23:03:31 BdST | Updated: 2024-05-20 20:50:06 BdST

তৌফিকুল ইসলাম সদ্য মাস্টার্স সমাপ্ত করে এখন ফলাফল পাওয়ার অপেক্ষায় আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এ পরিচিত মুখ ক্যাম্পাসে সাদা মনের বিতার্কিক হিসেবেই সুপরিচিত। পাশাপাশি তিনি নিয়মিত ফিচার লিখেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার আন্তর্জাতিক পাতায়।

গত ১৫ ডিসেম্বর বাংলাদেশের বিতর্ক জগতের এ পরিচিত মুখটি দর্শন বিভাগ ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি দর্শন বিতর্ক ধারার সাবেক সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যুগ্ম আহবায়ক ছিলেন।

এছাড়াও বর্তমানে তিনি বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের সহ সভাপতি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (ডুসাড) এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঢাকায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তিনি 'ঢাকাইয়া' আপনজন হিসেবেই পরিচিত। সদা হাস্যমুখ এ মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।

শুধু বিতর্কই না, অভিনয়, গান ও অাবৃত্তিতেও তিনি সমান পারদর্শী। এছাড়াও তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সাংস্কৃতিক শাখায় জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্যাডেট ছিলেন। ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনসিসি ঢাকা ইউনিভার্সিটি কন্টিনজেন্টের বিমান বাহিনী শাখায়।

শুধু তাই না, তরুণ নেতৃত্ব গড়ার জন্য দেশের প্রথম প্রশিক্ষণ মূলক প্রতিষ্ঠান বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ ট্রেনিং সেন্টারের তিনি একজন টিম মেম্বারও ছিলেন। এমন একজন ক্লিন ইমেজের মেধাবী তরুণরা যখন ছাত্র রাজনীতিতে আসেন, তখন বিদ্যমান ছাত্র রাজনীতিতে আমরা পরিবর্তনের প্রত্যাশা করতেই পারি।

এমএসএল