বিশ্ববিদ্যালয়ে যেভাবে বন্ধু বানাবেন


টাইমস অনলাইনঃ | Published: 2017-12-23 05:38:18 BdST | Updated: 2024-05-20 19:51:48 BdST

১। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে যোগ দিন

২। ফেসবুকে ফ্রেন্ডশিপ করুন

৩। কাউকে দূর থেকেই মূল্যায়ন করবেন না 

৪। অন্যের জিনিসে লোভ দেয়া যাবে না

৫। হলের রুমের গেট খুলে রাখুন এবং যারা আসে তাদের সাথে হাই হ্যালো করুন

৬। বন্ধুদের রান্না করে খাওয়াতে পারেন

৭। সবার সাথে মিশতে হবে

৮। চা আড্ডার আয়োজন করতে পারেন

৯। যথা সময়ে বন্ধুদের প্রশংসা করুন 

বন্ধু ছাড়া জীবন অসম্ভব 

১০। বন্ধুত্ব করার ক্ষেত্রে কোন গন্ডি নির্দিষ্ট করবেন না

১১। বন্ধুদের সাথে সব বিষয়ে সিরিয়াস হওয়া যাবে না 

১২। বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন

১৩। নিজের কক্ষটি পরিষ্কার করে রাখুন। এতে বন্ধুরা আপনার প্রতি বিমোহিত হবে

১৪। সবসময় পড়ালেখায় বুধ হয়ে থাকা যাবে না

১৫। আপনার যেমন বন্ধু প্রয়োজন তেমনি তারো বন্ধু প্রয়োজন

বিডিবিএস