বইয়ের সঙ্গে তাজা ফুল কিংবা... 


টাইমস অনলাইনঃ | Published: 2017-12-28 06:47:06 BdST | Updated: 2024-05-20 21:50:56 BdST

১০৮টা নীল পদ্ম না হোক একটা লাল গোলাপ তো বিশেষ দিনটিতে প্রিয়জন আশা করতেই পারে। আসলে উপহার ছাড়া কোনো উৎসবই যেন ঠিক জমে না। আর ভালোবাসার অনুভূতির প্রকাশ ঘটে উপহারের মাধ্যমে। যুগে যুগে ভালোবাসা প্রকাশে ফুলের কাছেই আশ্রয় নিয়েছে প্রেমিক-প্রেমিকা। তবে ফুলের সঙ্গে নিতে পারেন একটা শুভেচ্ছা কার্ড। যেখানে থাকবে হৃদয় উজাড় করা একটা চিঠি কিংবা প্রিয় কবিতার কয়েক ছত্র।

তোড়া না দিয়ে একটি-দুটি ফুল দিন। ফুলের তোড়া নিয়ে সারা দিন ঘোরাটা বেশ বিড়ম্বনার। তার চেয়ে দু-একটি ফুল চুল কিংবা হাতে বেশ মানিয়ে যাবে।

গোলাপ ছাড়া তো ভালোবাসার দিন পূর্ণতা পায় না। অনেক গোলাপ না দিয়ে একটি গোলাপ দিতে পারেন কিংবা একগুচ্ছ বেলি ফুলের মালা। বৈচিত্র্য আনতে একটি গোলাপ ফুল রঙিন টিস্যু কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে দেওয়া যেতে পারে। আবার দেশি ফুলের পাশাপাশি বিদেশি ফুলও দিতে পারেন। নানা রঙের চায়নিজ গোলাপ, ক্যালেনডুলা ও অর্কিড কেনা যেতে পারে। এসব ফুলের সঙ্গে জিপসি মিলিয়ে দিতে পারেন। চীনা গোলাপ একটিই যথেষ্ট। ভালোবাসার মানুষটিকে চমকে দিতে চাইলে তার জন্য বিশেষ কোনো উক্তি বা তার ছবিও এঁকে নিতে পারেন ফুলের পাপড়িতে। এমন ফুল পাবেন রাজধানীর স্পিকিং রোজে। তবে তার জন্য দুই দিন আগে অর্ডার দিতে হবে।

আরো কিছু দিতে ইচ্ছা করছে? কোনো ভাবনা নেই। ভালোবাসার উপহারের তালিকায় যোগ হয়েছে নানা ধরনের নতুন সব উপহার। যাতে উপহারের সঙ্গে ভালোবাসাও থাকবে ষোলো আনা। হলমার্কস কিংবা আর্চিজ গ্যালারি থেকে নিতে পারেন পছন্দসই শুভেচ্ছা কার্ড। একটু ভিন্ন ধরনের চাইলে হাতে তৈরি কাগজের ওপর নকশা করা কার্ড দিতে পারেন। আছে হৃদয় আকৃতির শোপিস, তাতে আবার চাপ দিলেই ভালোবাসার বাণী ভেসে আসে। এ রকম কথা বলা বিভিন্ন উপহার বেশ ভালো লাগবে প্রিয়জনের। দিতে পারেন কাপল মগ আর হরেক ডিজাইনের পুতুল, গয়না, শোপিস, শুকনো ফুল, ফটোফ্রেম, ঘড়ি, আরো কত কী। চকোলেট, সফট টয়ও ভালোবাসার উপহার হিসেবে দারুণ। চলছে অমর একুশে বইমেলা। তাই একবার প্রিয়জনের জন্য মেলা প্রাঙ্গণে ঢুঁ মারতে পারেন। পছন্দমতো বইয়ের সঙ্গে যদি থাকে তাজা ফুল, তবে কাছের মানুষের খুশি খানিকটা বেড়েই যায়।

দম্পতি হলে প্রিয়জনের উপহার খানিকটা চিন্তাভাবনা করেই কিনুন। তার পছন্দকে প্রাধান্য দিন। প্রয়োজনীয় জিনিসপত্র হলে খুবই সুবিধা হয়। এর মধ্যে মানিব্যাগ, সুগন্ধি, চাবির রিং, শেভিং ফোম, হাতঘড়ি, বেল্ট, পোশাক, সিডি, কলম, কাফলিং সেট, টাই, ব্যাগ, পোশাক, গয়না, আইপ্যাড বা ই-বুক রিডার। সুন্দর কোনো ফোন সেটও হতে পারে চমৎকার উপহার। প্রিয়তমা স্ত্রীকে চমকে দিতে পারেন সেকেন্ড হানিমুনের একটা প্যাকেজ দিয়ে।

বিডিবিএস