অন্যরকম মানবিকতার গল্প


তানসেন রোজ | Published: 2018-01-10 03:46:27 BdST | Updated: 2024-05-20 19:36:29 BdST

.....জাবি থেকে পড়াশুনা শেষ করা রবিন ভাই বিয়ে করেছেন একজন অন্ধ মেয়েকে,
.
আই রিপিট, উনার বউ চোখে দেখেনা,
.
সারাদিন অফিস করে এসে মাঝে মাঝে বাসায় নিজেরই পাক করতে হয় বুয়া না এলে,ক্লান্তিকে দূরে ঠেলে বউকে খাইয়েও দিতে হয়, সন্তানকে ফিডার খাওয়ানো বিছানা পরিষ্কার ও করতে হয় মাঝে মাঝে হাসিমুখে,
.
অথচ তিনি চাইলেই এমন কাউকে বিয়ে করতে পারতেন যে সব দিক দিয়েই পারফেক্ট, সেই যোগ্যতা উনার ছিলো,
.
তামান্নার বাবা নজিবুল হকের কথাই ধরিনা কেনো, তামান্না যখন জন্ম নেয় তখন মাত্র এক পা ছিলো, তার হাতও ছিলো না, বাবা তাকে স্কুলে ভর্তি করিয়ে দেন,
.
এক পা দিয়ে লিখে এবং ছবি একে স্যারদেরকে মুগ্ধ করে যাচ্ছে,
.
তামান্নার বাবাও অন্য বাবাদের মত পারতেন মেয়েকে রাস্তার পাশে দাড় করিয়ে ভিক্ষার থালা হাতে তুলে দিয়ে কিছু বাড়তি উপার্জন করতে, কিন্তু সেটা না করে তিনি মেয়েকে শিক্ষিত করে তুলছেন,
.
আরেকটি ঘটনা বলি,

রাশেদ ভাইয়াকে ক্যাম্পাসে আসার পরই চিনি,প্রচণ্ড মেধাবী একজন মানুষ,পড়াশুনা শেষ করেই চলে গেলেন গ্রামে, এবং বাবার ক্ষেতে চাষ করা শুরু করেন,
.
উনার বন্ধুরা যখন একে একে ব্যাংকে কিংবা সরকারী জবে ঢুকছেন, উনি তখন ট্রাক্টর দিয়ে ক্ষেতের মাটি আলগা করছেন, টি শার্ট আর লুঙ্গি পরে ক্ষেত নিড়ানি দিচ্ছেন,
.
অথচ রাশেদ ভাইও মাস কয়েক লাইব্রেরিতে কাটালে ভালো ধরনের চাকরিই জোগাড় করতে পারতেন, হয়তো বিসিএস ক্যাডারও হতে পারতেন চেষ্টা করলেই,
.
প্রতিটা মানুষই ট্রাডিশনাল সিস্টেমের উপর গা ঢেলে দিতে চায়, ভিন্নভাবে চিন্তা এবং সে চিন্তাকে কাজে পরিণত করার সাহস বা ইচ্ছা বেশিরভাগ মানুষেরই থাকেনা,
.
এসব সামাজিক স্টিগমার বাইরে গিয়ে চিন্তা করে সমাজ কর্তৃক অঘোষিত অবরোধ সহ্য করার শক্তি খুব কম মানুষেরই হয়,
.
রবিন ভাই যখন গ্রামে যান, কখনো না কখনো তাকে শুনতে হয়েছে "কি ছাইপাঁশ বিয়ে করেছিস? ভালো মেয়ে আর পাস নি?"
.
হয়তো তিনি কষ্ট পান,সেই কষ্টটা হারিয়ে দেন মুচকি হাসিতে,.
.
নজিবুল চাচাও যখন নিগৃহীত হন প্রতিবেশী দ্বারা যে, "প্রতিবন্ধী মেয়েরে উনি ব্যারিস্টার বানাবে" তখন হয়তো মাঝে মাঝে দমে যেতে হয়,কিন্তু তিনি কখনো দমেন নি,
.
রাশেদ ভাইয়েরাও যখন ধান রোপন করে লুঙ্গী কাছা দিয়ে,উনাদেরও অপবাদ শুনতে হয় "এতো বছর পড়ালেহা কইরা আইছে চাষাগিরি করতে"
.
অথচ,উনারাই সত্যিকারের হিরো যারা সমাজের অপবাদ মাথায় নিয়েও সেটাই করে যেটা তারা ভালোবাসে,
.
হিউম্যানিটি নিয়ে টকশোতে গলা ফাটালেও রবিন ভাইয়ের মত কজন চিন্তা করতে পারে?
.
দে আর দ্য লিজেন্ডস,
.
বিকজ, তাদের সামাজিক স্টিগমাকে পদদলিত করার সাহস আছে,এবং তাঁরা সেটা করেছেন ও,

Think different, do different and be different

এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে

কভার ফটোঃ লেখক তানসেন রোজের 

বিডিবিএস