বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের করণীয়


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-22 04:33:16 BdST | Updated: 2024-05-20 21:01:14 BdST

১। সময়মত ক্লাসে যেতে হবে

২। পুরো ক্যাম্পাস সম্পর্কে ধারণা নিতে হবে

৩। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম কানুন জানা ও মানা

৪। ক্যাম্পাসে কোন আতঙ্ক ছড়ালে আগে সে বিষয়ে সথিক তথ্য জেনে করণীয় নির্ধারণ করা

৫। বিভিন্ন কাজের জন্য সময় ভাগ করে নেয়া

৬। নিজের সমালোচনা শুনার ধৈর্য রাখতে হবে

৭। ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে

৮। শুধু বিভাগের বিষয় নয়, অন্যান্য বিষয়েও জ্ঞানার্জন করতে হবে

৯। নিজেকে বিশ্ববিদ্যালয়ের অংশ মনে করতে হবে এবং সেইজন্য কাজ করতে হবে

১০। নিজের শিক্ষকদের সম্পর্কে ধারণা রাখতে হবে

১১। কোন বিষয়ে কনফিউশন হলে তা সঠিক ভাবে জেনে নিতে হবে। কনফিউশন নিয়ে বেশিদিন থাকা যাবে না

১২। নিজের সিদ্ধান্ত নিজে নিন। তবে পরামর্শ গ্রহণ করতে হবে

১৩। কোন ক্ষেত্রে ভুল করে ফেললে তা দ্রুত সংশোধন করে নিন 

১৪। শ্রেণী কক্ষে শিক্ষকের প্রশ্নের উত্তর দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে

১৫। কোন বিষয়ে জানতে হলে সরাসরি শিক্ষকের কাছে চলে চান

১৬। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিয়ম নীতি অনুসরণ করুন

১৭। অন্যকে দোষারোপ করার মানসিকতা বর্জন করুন

১৮। বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল সেবা গ্রহণের চেষ্টা করুন

১৯। নিজের সমস্যা পরিবারকে জানান

বিডিবিএস