বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ১৫ করণীয়


টাইমস অনলাইনঃ | Published: 2017-12-15 21:02:38 BdST | Updated: 2024-05-20 22:50:09 BdST

১। বিশ্ববিদ্যালয় থেকে দেয়া সকল কাগজপত্র সংরক্ষণ

২। প্রথম থেকেই ভালো ফলাফল করার লক্ষে পড়াশুনা করা

৩। সময়ের কাজ সময়ে করা

৪। প্রয়োজনের অতিরিক্ত আড্ডা না দেয়া

৫। বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করা

৬। সিনিয়রদের পরামর্শ নেয়া

৭। ক্যারিয়ার গোল নির্দিষ্ট করা

৮।  দৈনিক একটি করে হলেও ইংলিশ ও বাংলা পত্রিকা পড়া

৯। প্রতিটি কোর্স ভিত্তিক একটি করে হলেও টেক্সটবুক ক্রয় করা এবং তা পড়ে সংরক্ষণে রাখা ।

১০। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত হওয়া

১১।  আন্তর্জাতিক সেমিনারে অংশ নেয়ার জন্য বিভিন্ন সাইটে খোঁজ রাখা

১২। ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার জন্য নিয়মিত ইউটিউবে ইংলিশ কনভারসেশন দেখা ও শুনা

১৩। বিশ্ববিদ্যালয়ের সকল সহপাঠীদের মূল্যায়ন করা

১৪। ইংরেজি ছাড়াও অন্য যেকোন একটি ভাষায় দক্ষতা অর্জনে পরিকল্পনা নেয়া

১৫। কম্পিউটারে প্রয়জনীয় কাজ শিখে নেয়া

এমএসএল